আজ রাতে আসছে সিনোফার্মের আরও ২০ লাখ টিকা

চীনের সিনোফার্ম থেকে আরও ২০ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ। শনিবার (১৭ জুলাই) রাত ১১ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের সিনোফার্মের ১০ লাখ ডোজ ভ্যাকসিন এসে পৌঁছাবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে রাত ৩টায় আরও ১০ লাখ ডোজ টিকা আসবে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিমানবন্দরে উপস্থিত থেকে ভ্যাকসিন গ্রহণ করবেন।
এর আগে গত ১৪ জুলাই চীনের ওষুধ কোম্পানি সিনোফার্ম থেকে দেড় কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, এসব টিকা আগের চুক্তি মূল্যের চেয়ে কম দামে কেনা হচ্ছে। আইন মন্ত্রণালয়ের ভেটিংসহ সব ধরনের প্রক্রিয়া অনুসরণ করে টিকা কেনা হচ্ছে। কত দামে এসব টিকা কেনা হচ্ছে তা প্রকাশ করেননি তিনি।
মন্ত্রিসভা কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্য সেবা বিভাগের অধীন স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রীয় ঔষধাগার কর্তৃক চীনা প্রতিষ্ঠান সিনোফার্ম ইন্টারন্যাশনাল থেকে চুক্তিবদ্ধ দেড় কোটি ডোজের মধ্যে অবশিষ্ট এক কোটি ৩০ লাখ ডোজ এবং নতুন প্রস্তাবিত ২০ কোটি ডোজ টিকা অর্থাৎ মোট দেড় কোটি ডোজ আগের চুক্তিপত্রে উল্লেখিত মূল্যের চেয়ে কম মূল্যে ‘সিনোফার্ম ভ্যাকসিন সাপ্লিমেন্টাল এগ্রিমেন্ট-১ এর আওতায় সরবরাহের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া কোভিড-১৯ মোকাবিলায় জরুরি প্রয়োজন মেটানোর জন্য দেড় কোটি ডোজের অতিরিক্ত টিকা প্রয়োজন হলে তাও সিনোফার্ম থেকে সংগ্রহের অনুমোদন দেওয়া হয়েছে।
তবে টিকা কেনার চুক্তি হওয়ার আগেই দুই দফায় সিনোফার্মের ১১ লাখ ডোজ ভ্যাকসিন উপহার পাঠিয়েছিল চীন সরকার। গত ৩ জুলাই রাতে ও ৪ জুলাই সকালে দুই চালানে আরও ২০ লাখ ডোজ সিনোফার্মের টিকা দেশে পৌঁছায়।
- জাপান থেকে আসছে আরও ৬ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা
- জাপান থেকে ঢাকায় পৌঁছোল অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার টিকা
- এমাসেই জাপান ও ইইউ থেকে আসছে ৩.৫ মিলিয়ন ডোজ ভ্যাক্সিন: মোমেন
- সিপিসি 'র শততম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল সভায় আওয়ামী লীগের অংশগ্রহণ
- চীনের সিনোফার্ম ভ্যাক্সিনের ২০ লাখ ডোজের প্রথম চালান দেশে এল
- বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’-এর কোরিয়ান সংস্করণের মোড়ক উন্মোচন
- পারস্পারিক স্বার্থে আওয়ামী লীগ ও সিপিসি’র মধ্যে বৃহত্তর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর
- অারো খবর