টানা ১৩ দিন করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ১০ জন

দেশে বুধবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১০ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭ জনই ঢাকার। বাকি ৩ জন সিলেটের। এই ২৪ ঘণ্টায় দেশে করোনায় কারও মৃত্যু হয়নি।
এ নিয়ে টানা ১৪ দিন করোনায় কারও মৃত্যু হয়নি। আগের দিনের তুলনায় সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন রোগীর সংখ্যা বেড়েছে। আগের দিন ৭ জনের সংক্রমণ শনাক্ত হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় ঢাকা ও সিলেট বিভাগ ছাড়া বাকি ছয় বিভাগে কারও করোনা শনাক্ত হয়নি।
বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৬৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৬০। আগের দিন এ হার ছিল শূন্য দশমিক ৪২।
সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ১৯ লাখ ৫২ হাজার ৭৪৩ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৬ হাজার ৫৩১ জন। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২৭ জনের।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যুর খবর জানানো হয়। শুরুতে মৃত্যু অনিয়মিত থাকলেও ওই বছরের ৪ এপ্রিল থেকে করোনায় মৃত্যু ছিল নিত্যদিনের ঘটনা।
শুরু থেকে এখন পর্যন্ত দেশে করোনার সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। করোনা পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত বছরের ডিসেম্বরের শেষ দিকে সংক্রমণ বাড়তে শুরু করে। করোনার নতুন ধরন অমিক্রনের প্রভাবে দ্রুত বাড়তে থাকে রোগী শনাক্ত ও শনাক্তের হার।
পরে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে নিয়মিতভাবে রোগী শনাক্ত ও শনাক্তের হার কমেছে। দেশে করোনার সংক্রমণ কমায় আবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। তুলে নেওয়া হয়েছে করোনার বিধিনিষেধ।
- বন্যাকবলিত এলাকায় টেলিযোগাযোগ সচল রাখতে বঙ্গবন্ধু স্যাটেলাইটে সংযোগ স্থাপন
- বুস্টার ডোজ: সপ্তাহের লক্ষ্যমাত্রার ৮.৫৩% টিকাদান প্রথম দিনে
- পোশাক শ্রমিকদের জন্য নতুন ওয়েজবোর্ড আসছে’
- ১৪ জুন জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে জলে-স্থলে নিরাপত্তা জোরদার করা হচ্ছে: নৌপ্রতিমন্ত্রী
- চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমানোর বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী
- দেশের কল্যাণ ও অর্থনৈতিক অগ্রগতির জন্য হজ যাত্রীদের কাছে প্রার্থনার আহ্বান প্রধানমন্ত্রীর