সৌদির আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি

সৌদি আরবে শনিবার (৩০ এপ্রিল) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। চাঁদ দেখা না যাওয়ায় সৌদিতে পূর্ণ হচ্ছে ৩০ রমজান। ফলে দেশটিতে আগামী সোমবার ২ মে অনুষ্ঠিত হবে ঈদুল ফিতর।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, শনিবার সৌদি আরবের চাঁদ দেখা কমিটির পূর্ব নির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। পর্যালোচনা করে সৌদির আকাশে শাওয়ালের চাঁদ না দেখতে পাওয়ার বিষয়টি জানিয়েছে কর্তৃপক্ষ।
মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতেও শাওয়াল মাসের চাঁদ না দেখার খবর মিলেছে। আমিরাতের চাঁদ দেখা কমিটি বিবৃতিতে জানিয়েছে, রবিবার ৩০ রমজানের মধ্যে দিয়ে শেষ হতে যাচ্ছে পবিত্র রমজান।আগামী ২ মে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতর।
অবশ্য আবুধাবির ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) আগেই জানিয়েছিল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার (৩০ এপ্রিল) পবিত্র শাওয়ালের চাঁদ দেখার সম্ভাবনা নেই।
আরবি ক্যালেন্ডার অনুযায়ী রমজানের পরবর্তী মাস শাওয়াল। টানা এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা। বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পর ঈদ উদযাপিত হয়ে থাকে।
- বন্যাকবলিত এলাকায় টেলিযোগাযোগ সচল রাখতে বঙ্গবন্ধু স্যাটেলাইটে সংযোগ স্থাপন
- বুস্টার ডোজ: সপ্তাহের লক্ষ্যমাত্রার ৮.৫৩% টিকাদান প্রথম দিনে
- পোশাক শ্রমিকদের জন্য নতুন ওয়েজবোর্ড আসছে’
- ১৪ জুন জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে জলে-স্থলে নিরাপত্তা জোরদার করা হচ্ছে: নৌপ্রতিমন্ত্রী
- চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমানোর বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী
- দেশের কল্যাণ ও অর্থনৈতিক অগ্রগতির জন্য হজ যাত্রীদের কাছে প্রার্থনার আহ্বান প্রধানমন্ত্রীর