পরিত্যক্ত কূপে গ্যাস, দিনে ১৫ মিলিয়ন ঘনফুট সরবরাহের আশা

সিলেটের কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের পরিত্যক্ত একটি কূপে নতুন করে গ্যাস পাওয়া গেছে। এই ক্ষেত্রের ৭ নম্বর কূপটিতে নতুন করে গ্যাস স্তর আবিষ্কার করেছে বাপেক্স। যা থেকে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা করছে তারা।
এর আগে গত ১৩ এপ্রিল পরিত্যক্ত ব্রাহ্মণবাড়িয়ার সালদা গ্যাসক্ষেত্রে পরিত্যক্ত ২ নম্বর কূপ থেকে ৫ মিলিয়ন ঘনফুট করে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু করে বাপেক্স।
গ্যাস সংকটের এই সময়ে পর পর কয়েকটি ক্ষেত্রে গ্যাস পাওয়ার এই খবর খুবই আশাব্যাঞ্জক বলে মনে করছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তারা।
তারা জানান, কূপটির পরীক্ষামূলক উৎপাদনকালে ২৭০০ পিএসআই (প্রতি বর্গ ইঞ্চি) পাওয়া গেছে। গত দুই দিন ধরে কৈলাশটিলার ওই কূপে পরীক্ষামূলক উৎপাদন হচ্ছে।
বাপেক্সের এক কর্মকর্তা জানান, কূপটিতে আগের পাইপলাইনসহ সব অবকাঠামানো এখনও আছে। তাই শিগগিরই বাণিজ্যিক উৎপাদনে যাওয়া যাবে।
জানা যায়, ২০১৭ সালে কৈলাশটিলার ৭ নম্বর কূপটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর আগে এই কূপের ৩০১৫ মিটার গভীর থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছিল।
কৈলাশটিলা গ্যাসক্ষেত্রে মোট ৭টি কূপ আছে। এখন মাত্র ২টি কূপ দিয়ে ২৯ মিলিয়ন ঘনফুট উত্তোলন হচ্ছে। ১৯৬২ সালে গ্যাসক্ষেত্রটিতে গ্যাস পাওয়া যায়। তবে এখানে উৎপাদন শুরু হয় ১৯৮৩ সাল থেকে।
- বন্যাকবলিত এলাকায় টেলিযোগাযোগ সচল রাখতে বঙ্গবন্ধু স্যাটেলাইটে সংযোগ স্থাপন
- বুস্টার ডোজ: সপ্তাহের লক্ষ্যমাত্রার ৮.৫৩% টিকাদান প্রথম দিনে
- পোশাক শ্রমিকদের জন্য নতুন ওয়েজবোর্ড আসছে’
- ১৪ জুন জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে জলে-স্থলে নিরাপত্তা জোরদার করা হচ্ছে: নৌপ্রতিমন্ত্রী
- চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমানোর বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী
- দেশের কল্যাণ ও অর্থনৈতিক অগ্রগতির জন্য হজ যাত্রীদের কাছে প্রার্থনার আহ্বান প্রধানমন্ত্রীর